পর্যায়ক্রমে সারাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত প্লাস্টিক সার্জনদের ষষ্ঠ বৈজ্ঞানিক সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
এ সময় স্বাস্থ্য বিজ্ঞানে গবেষণা বাড়াতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত আগুনে দগ্ধ রোগীদের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে চায় সরকার। পাশাপাশি প্লাস্টিক সার্জারিসহ আধুনিক চিকিৎসা নিশ্চিতে কাজ চলছে।
সম্মেলনে দাহ্য পদার্থ ও গ্যাস সিলিন্ডার ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
/এমএন
Leave a reply