‘কেবলমাত্র অস্তিত্ব সংকটে’ পড়লেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে রাশিয়া; সোমবার (২৯ মার্চ) আরও একবার এ হুঁশিয়ারি দিলেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
পেসকভ বলেন- আবারও স্পষ্ট করছি ইউক্রেনে যে অভিযান চলছে, তার পরিণতি কোনোভাবেই পরমাণু অস্ত্রের দিকে যায় না। আমাদের সুস্পষ্ট নিরাপত্তা নীতিমালা রয়েছে। রাশিয়ার অস্তিত্ব সংকটে পড়লে, সে সময়ই কেবল ব্যবহৃত হবে পারমাণবিক অস্ত্র। ইউক্রেনে চলমান অভিযান আর রাশিয়ার অস্তিত্ব হুমকি- দুটো ভিন্ন বিষয়।
এর আগে গত ২২ মার্চ সিএনএনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রথমবার ‘অস্তিত্বের সঙ্কটে পড়লে পরমাণু অস্ত্র ব্যবহার’ করার হুমকি দেন পেসকভ।
আরও পড়ুন: ‘রুশদের সাথে আলোচনার সময় খাবার ও পানি গ্রহণ করবেন না’
সেই সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র বলেছিলেন, দেশের সুরক্ষায় নিজস্ব কিছু নীতিমালা আর শক্ত অবস্থান রয়েছে রাশিয়ার। যা প্রায় গোটা বিশ্বই জানে। পাশাপাশি সবাই এটাও জানে- ঠিক কোন পর্যায়ের কোনঠাসা হলে গণবিধ্বংসী অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, অস্তিত্ব সঙ্কটে পড়লে রাশিয়া অবশ্যই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।
জেডআই/
Leave a reply