বাংলাদেশের নির্বাচন নিয়ে ভাবনা নেই ভারত সরকারের। জনগণকে সাথে নিয়ে সংবিধান সম্মতভাবেই আগামী নির্বাচনের পথে এগুবে আওয়ামী লীগ। ৩ দিনের ভারত সফর শেষে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী।
তিস্তা চুক্তি নিয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সীমান্ত চুক্তির মতোই তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোন মাথাব্যথা নেই বলেও জানান তিনি।
এছাড়া ভবিষ্যতে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে দুই দেশের বিবাদমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ভারতের ক্ষমতাসীন বিজেপি’র আমন্ত্রণে তিন দিনের সফরে গিয়েছিল আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল।
Leave a reply