সড়ক দুর্ঘটনায় আহত টাইগার মিলন, দোয়া চাইলেন জুনাইদ আহমেদ পলক

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের অতি পরিচিত মুখ মিলন ওরফে টাইগার মিলন। না ব্যাট বা বল হাতে মাঠে নয়, দর্শক সারিতে থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে নিজেকে উজাড় করে দেন তিনি। বাংলাদেশের খেলা যেখানেই হোক সারা শরীর বাঘের মতো সাজিয়ে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে সেখানেই উপস্থিত টাইগার মিলন।

বর্তমানে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনি। তার জন্য দোয়া চেয়েছেন ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ বিষয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

চলতি মাসের ১৩ তারিখ রাতে বনশ্রী এলাকায় একটি ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় মিলনের দু’টি পা গুরুতর জখম হয়। বর্তমানে সে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ৩য় তলা বি ওয়ার্ডের ৪৩ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবরটি পেয়ে ২৭ তারিখ সন্ধ্যায় আমি আমার একান্ত সহকারী সচিব রণজিৎ কুমার, ব্যক্তিগত কর্মকর্তা একরামুল হক এবং ব্যক্তিগত সহকারী আনোয়ার হোসেনকে পাঠিয়েছিলাম। তার সার্বিক খোঁজখবর নিয়েছি এবং তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি। সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। সবার কাছে তার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করছি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply