কিয়েভ ও চেরনিহিভের আশপাশে সেনা তৎপরতা একেবারেই কমিয়ে আনবে রাশিয়া। মঙ্গলবার (২৯ মার্চ) ইউএসএ টুডে’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন বলেন, কিয়েভ এবং চেরনিহিভের আশপাশে সামরিক তৎপরতা একবারেই কমিয়ে আনবে রাশিয়া।
ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, চেরনিহিভে মঙ্গলবারও রুশ সেনারা গোলাবর্ষণ করেছে। শহরটির মেয়র অনুমান করেছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে ৪০০ জন বাসিন্দা নিহত হয়েছে।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি। রুশ আগ্রাসন ঠেকাতে যুদ্ধে অংশ নেন ইউক্রেনের সামরিক ও বেসামরিক লোকজন। এই যুদ্ধে পশ্চিমারা সরাসরি অংশ না নিলেও নিষেধাজ্ঞা দিয়ে মস্কোকে দুর্বল করার পথ বেছে নিয়েছে তারা। যুদ্ধ ঠেকাতে অনেক দেশ উদ্যোগ নিলেও এখনো রুশ আগ্রাসন বন্ধ হয়নি। শান্তি আলোচনা বারবার ব্যর্থ হয়েছে।
/এনএএস
Leave a reply