বিনা শুল্কে বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বিমসটেক নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

২০০৪ সালে স্বাক্ষরিত ‘বিনা শুল্কে বাণিজ্য’ চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য বিমসটেক ভুক্তদেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারস্পারিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে সংগঠনভুক্ত সব দেশই লাভবান হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শ্রীলংকার কলোম্বোয় অনুষ্ঠিত ৫ম বিমসটেক সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের পাঁচভাগের এক ভাগ মানুষ বাস করে বিসমটেকভুক্ত দেশগুলোতে। তাই শুধু বাণিজ্য নয়, বিদ্যুৎ আদান-প্রদানে ২০১৮ সালে যে চুক্তি হয়েছে, সেটিও বাস্তবায়ন করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে আরও বলেন, করোনার ধকল কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্বকে নতুন সংকটে ফেলে দিয়েছে। জ্বালানী তেল ও খাদ্য সরবরাহে সংকট দেখা দিয়েছে। যে কারণে খাদ্যপণ্যের মূল্য বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশগুলো সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply