আখাউড়া বন্দরে বাংলাদেশ-ভারত সমন্বয় বৈঠক অনুষ্ঠিত

|

আখাউড়া প্রতিনিধি:

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত বাণিজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর আখাউড়া-আগরতলা দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য গতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কাস্টমস, বন্দর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ, পুলিশ ও উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষের সমন্বয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (৩০ মার্চ) দুপুরে আখাউড়া বন্দর কনফারেন্স হলে এ বৈঠকে বাংলাদেশের পক্ষে স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মো. কবীর খান ও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দর ম্যানেজার দেবাশীষ নন্দির নেতৃত্বে বৈঠকে দু-দেশের আমদানি রফতানি বাণিজ্যকে গতিশীল করতে সমস্যা, সমাধান ও সম্ভাবনা এবং আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে যাত্রীদের অভিবাসন সুবিধা এবং অসুবিধা নিয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করেন।

বৈঠক সফল হয়েছে দাবি করে প্রতিনিধি দলের নেতারা জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে বাণিজ্য গতিশীল করতে সবার সমন্বয়ে অবহিতকরণ সভায় দ্বিপাক্ষিয় সফল আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাণিজ্যে যেমন গতি ফিরবে, তেমনি সরকারের রাজস্ব আয় বাড়বে।

বৈঠকে বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মো. কবীর খান ছাড়াও আখাউড়া বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, আখাউড়া স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ উপ-পরিচালক মো. হাবিবুল্লাহ, আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানি কমান্ডার সুবেদার কাজী ফরিদ আহমেদ, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবু বকর।

অপরদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দর সুপারিন্টেন্ডেন্ট দেবাশীষ নন্দির নেতৃত্বে ভারতীয় ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ গ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৭ অক্টোবের পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দুই বছর পর আখাউড়ায় বাংলাদেশ – ভারতের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply