রাজধানীর তিন এলাকায় বাড়লো হোল্ডিং ট্যাক্স

|

ফাইল ছবি

রাজধানীর তিন অভিজাত এলাকায় হোল্ডিং ট্যাক্স বাড়লো তিন গুণেরও বেশি। সাথে আগামী এক এপ্রিল থেকে ঢাকা উত্তর সিটি’র হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ যাবতীয় সেবার বিল অনলাইনে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (৩০ মার্চ) রাজস্ব অটোমেশনের এক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র।

তিনি বলেন, হোল্ডিং ট্যাক্স সমন্বয় করতে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় ৩৩ শতাংশ হারে ট্যাক্স নেয়া হবে। ২০০৮ সালের হোল্ডিং ট্যাক্সের যে তালিকা সেই তালিকা সমন্বয় করে ২০২২ এ নতুন তালিকা করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন তালিকায় গুলশান এলাকায় আবাসিকে প্রতি স্কয়ার ফিটের বর্তমান ভাড়া ধরা হয়েছে ২৪ টাকা। আর বনানী ও বারিধারায় ১৯ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বাণিজ্যিকে গুলশানে প্রতি স্কয়ার ফিটে ৪০ টাকা এবং বনানী ও বারিধারায় বাণিজ্যিক প্লটগুলোতে ৩৬ ও ২৪ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

নয়টি ব্যাংক ও দুইটি মোবাইল ওয়ালেট সার্ভিসের মাধ্যমে এই সার্ভিস দেয়া হবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply