দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হওয়া উচিৎ, এমন মন্তব্য করেছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
বুধবার (৩০ মার্চ) ইউজিসি আয়োজিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. মুহাম্মদ আলমগীর বলেন, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকদেরকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে সরকার ইউজিসির মতামত গ্রহণ করতে পারে। বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের কোনো সুস্পষ্ট নীতিমালা নেই বলেও জানান তিনি। তাই সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগ দেয়া হলে এ নিয়ে বিতর্ক বন্ধ হবে।
/এমএন
Leave a reply