আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তাসকিনের বিশাল লাফ

|

ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন বাংলাদেশের স্পিডস্টার তাসকিন আহমেদ। ১৫ ধাপ উপরে উঠে এখন ৩৪ নম্বরে অবস্থান করছেন দারুণ ফর্মে থাকা এই পেসার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আরও কিছু জায়গায় উন্নতি করেছে তাইগার ক্রিকেটাররা। বোলারদের সেরা দশে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বোলারদের শীর্ষ দশের ৭ নম্বরে থাকা মেহেদী মিরাজের পর আটে অবস্থান করছেন সাকিব।

আরও পড়ুন: পাকিস্তানকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ৬০তম স্থানে থাকা তাসকিন পেয়েছেন ভালো খেলার ফল। দুই ওয়ানডের পর ১২ ধাপ উপরে উঠেছিলেন এই ডানহাতি পেসার। এরপর শেষ ওয়ানডের পর ১৫ ধাপ উন্নতি করে ৩৪’এ উঠে এসেছেন তাসকিন। ব্যাটসম্যানদের তালিকায় তামিম ইকবালের অবস্থান ২০তম।

আরও পড়ুন: ডারবানে জয়ের লক্ষ্য টাইগারদের, থাকছে একাধিক পরিবর্তন

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply