Site icon Jamuna Television

ঢাকা কলেজ-টিটি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ঢাকা কলেজের সামনে সংঘর্ষের দৃশ্য।

ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেই সাথে চলছে দুই কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ৷

জানা গেছে, এই সংঘর্ষে ইট পাটকেল, ধাওয়া-পাল্টা ধাওয়ার সাথে চলছে ককটেল বিস্ফোরণ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

প্রত্যক্ষদশীরা জানিয়েছে, ধাওয়া-পাল্টা ধাওয়া এখনো অব্যাহত রয়েছে। জানা গেছে, টিচার্স ট্রেনিং কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা কিছুটা কোণঠাসা হয়ে হলের ছাদে অবস্থান নিয়েছে।

অন্যদিকে, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা টিটি কলেজের দেয়াল ও গেট ভাংচুর করেছে, ঘটাচ্ছে একের পর এক ককটেল বিস্ফোরণ। পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ঢাকা কলেজ। এতে পুরো এলাকায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এমনকি পুলিশও হামলাকারীদের আশেপাশে যেতে ভয় পাচ্ছে।

এম ই/

Exit mobile version