ইউক্রেনের সহায়তায় বিশাল এক তারকাবহুল কনসার্ট আয়োজিত হয়েছে যুক্তরাজ্যে। মঙ্গলবার (২৯ মার্চ) বার্মিংহামে অনুষ্ঠিত এই ‘কনসার্ট ফর ইউক্রেন’ থেকে গঠন করা হয়েছে প্রায় ১২ মিলিয়ন ইউরোর তহবিল। খবর বিবিসির।
এড শিরান, ক্যামিলা ক্যাবেলো, এমিলি সানডে, টম ওডেলের মতো বিশ্বনন্দিত পপস্টাররা অংশ নেন ‘কনসার্ট ফর ইউক্রেন’ এ। কনসার্টে আরও ছিল জামালার ইউরোভিশন বিজয়ী ট্র্যাক ১৯৪৪’র আবেগপূর্ণ পরিবেশনা। অভিনেতা ট্যামসিন গ্রেগ এবং এডি মারসান দুই ইউক্রেনীয়র গল্প কেন্দ্র করে পারফর্ম করেন।
এদিন ইউক্রেনের সমর্থনে দেশটির পতাকা হাতে মঞ্চে হাজির হন অনেকে। দুই ঘণ্টার এই কনসার্টে সংগ্রহ হয়েছে ১২ মিলিয়ন ইউরো সহায়তা, যা দেয়া হবে রুশ আগ্রাসনে ইউক্রেনের বিপর্যস্ত বাসিন্দাদের। আয়োজকদের দাবি, মাত্র ৪৫ মিনিটের মাঝেই বিক্রি হয়ে যায় শো’র সব টিকিট।
আরও পড়ুন: শান্তি আলোচনার প্রতিজ্ঞা ভেঙে রাতভর গোলাবর্ষণ রাশিয়ার
এম ই/
Leave a reply