Site icon Jamuna Television

বাড়ির রঙ পছন্দ না হওয়ায় বর্ধমানে ছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি

বাড়ির রঙ পছন্দ হয়নি। রঙ পাল্টানোর দাবিতে অনড় মেয়ে। কিন্তু মেয়ের বায়না না মিটিয়ে বকাবকি করেন বাবা-মা। আর তাতেই অভিমানে আত্মহত্যার পথ বেছে নিলো সে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত বাঁধমুরা গ্রামে। ওই ছাত্রীর বয়স ১৫ বছর। কাটোয়া মহকুমার পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত সে।

জানা যায়, সম্প্রতি নতুন বাড়ি তৈরি করেছিলেন মৃত ছাত্রীর বাবা। বাড়িতে সবুজ রঙ করেন তিনি। তবে সেই রঙ পছন্দ হয়নি মেয়ের। বাড়ির রঙ পাল্টে গোলাপী করার আবদার জানায় সে। কিন্তু সেই আবদার ধীরে ধীরে জেদে পরিণত হতে থাকে। তাই মেয়েকে বকাবকি করেন বাব-মা।

এই ঘটনার পরেই মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে কীটনাশক খায় ছাত্রীটি। বিকেল থেকে অসুস্থ হয়ে বারবার বমি করতে শুরু করে এবং জানায় কীটনাশক খেয়েছে। চিকিৎসার জন্য সাথে সাথে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই ভর্তি করার কিছুক্ষনের মধ্যেই ছাত্রীর মৃত্যু হয়।

/এনএএস

Exit mobile version