রুশ জাহাজের জন্য ইউরোপের বন্দর বন্ধ করুন: জেলেনস্কি

|

ছবি: সংগৃহীত।

নরওয়ে এবং ইউরোপের বাকি দেশগুলোর উচিত তাদের বন্দরগুলো রুশ জাহাজের জন্য বন্ধ করে দেওয়া। বুধবার (৩০ মার্চ) নরওয়ের পার্লামেন্টে দেয়া এক ভাষণে একথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আল জাজিরার।

ইউক্রেন থেকে ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, আমি আশা করি ইউরোপীয় ইউনিয়ন এবং নরওয়ে রাশিয়ান জাহাজগুলিকে আপাতত ইউরোপীয় বন্দরগুলি ব্যবহার করার জন্য নিষেধাজ্ঞা প্রবর্তন করবে। যেখানে রুশ বাহিনী আমাদের বন্দরগুলি অবরুদ্ধ করে রেখেছে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার পর ইউক্রেন এবং নরওয়েই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম গ্যাস সরবরাহকারী দেশ। দেশ দুইটি আগামী শীতের জন্য ইউরোপে পাঁচ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের বিষয়ে আলোচনা শুরু করেছে।

এদিকে অন্য এক বার্তায় জেলেনস্কি বলেছেন, আলোচনা থেকে ইতিবাচক সংকেত পেয়েছি। কিন্তু, তাতে থামছে না রুশ গোলাবর্ষণ। এখনো লড়াইর ময়দানে বিশ্বাসযোগ্য অবস্থান দেখছি না রুশ সেনাবহরের। সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় কোনো ছাড় দিবো না। মিত্র দেশগুলোকে বলবো, যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর থেকে প্রত্যাহার করবেন না কোনো নিষেধাজ্ঞা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply