রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমল কুমারের ওপর অতর্কিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এক পর্যায়ে থানার সামনে জমায়েত হয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা পাংশা মডেল থানায় জমায়েত হয়। এ সময় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ শিক্ষক কমল কুমার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে পাংশা বড় বাজার এলাকায় পৌঁছালে এলাকার বখাটে জুয়েল পেছন থেকে একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন ওই শিক্ষক প্রতিবাদ করলে জুয়েল তার বাইকের চাবি নিয়ে যায়। সেই সাথে এলোপাতাড়ি মারধর করে তাকে রাস্তায় ফেলে যায়।
স্থানীয়রা তখন আহত শিক্ষককে উদ্ধার করে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শিক্ষক কমল কুমার আচার্য্যের স্ত্রী বাদি হয়ে পাংশা মডেল থানায় বখাটে জুয়েলের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
এসজেড/
Leave a reply