জটিল রোগে আক্রান্ত রণধীর, ভুলে গেছেন ঋষি কাপুরের মৃত্যুও!

|

রণধীর কাপুর ও ঋষি কাপুর। ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেতা ঋষি কাপুর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ বছর হলো। তবে সেই কথা যেনো বেমালুম ভুলে গেছেন বড় ভাই রণধীর! ঋষি অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৩১ মার্চ)। ছবি দেখা শেষে উচ্ছ্বসিত রণধীর নাকি রণবীর কাপুরকে বলেছিলেন, ‘ঋষি কোথায়? ওকে অভিনন্দন জানাব। ফোন করো। কথা বলি’। এরপরই চাচার অসুখের কথা প্রকাশ করেন রণবীর। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রণবীর বলেন, ছবিটি দেখা শেষে চাচা আমার সাথে দেখা করতে এসেছিলেন। বলেন, তোমার বাবাকে বলো ছবিটা খুবই ভালো হয়েছে। কোথায় ও। ওকে ফোন দাও, কথা বলবো। এরপরই রণবীর জানান, ডিমেনশিয়া রোগের লক্ষণ দেখা দিয়েছে রণধীরের মধ্যে। প্রাথমিক পর্যায়ে আছে রোগটি। এ কারণে সবকিছু ভুলে যাচ্ছেন তিনি। এমনকি ঋষি কাপুর যে মারা গেছেন, সেটি মনেই নেই তার। অবশ্য এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে ভাইদের মৃত্যু নিয়ে বেশ হতাশায় থাকেন রণধীর, তা নিজেই উল্লেখ করেছিলেন ২০২১ সালে এক সাক্ষাৎকারে। সেখানে তিনি জানিয়েছিলেন, আমার দুই ভাই রাজীব কাপুর এবং ঋষি কাপুর দু’জনেই চলে গেল। শুণ্যতা তৈরি করে দিয়ে গেল ওরা। আমরা তিন জন খুবই ঘনিষ্ঠ ছিলাম। রাজীব তো আমার সঙ্গেই থাকতো। আর শ্যুটিং না থাকলে ঋষি আমার অফিসে আসতো বা ফোন করে আড্ডা মারতো। আমরা একসঙ্গে থাকলে আর কাউকে দরকার পড়ত না। শুধু ওরাই নয়, গত আড়াই বছরে আমার মা এবং বোনকেও হারিয়েছি। এ শুণ্যতা পূরণ হওয়ার মতো নয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply