অস্কারকাণ্ডের পর প্রথম মঞ্চ অনুষ্ঠানে উঠে যা বললেন ক্রিস রক (ভিডিও)

|

ক্রিস রকের স্ট্যান্ড-আপ কমেডি শোয়ের অনুষ্ঠান।

অস্কারের মঞ্চে অভিনেতা উইল স্মিথের কাছে থাপ্পড় খাওয়ার পর প্রথমবার স্ট্যান্ড-আপ কমেডি শোয়ের জন্য মঞ্চে উঠেছেন ক্রিস রক। বৃহস্পতিবার (৩১ মার্চ) থেকেই শুরু হয়েছে তার ‘ইগো ডেথ ওয়ার্ল্ড টুর’ । এর আওতায় সারা বিশ্বের বিভিন্ন স্থানে স্ট্যান্ড-আপ কমেডির শো করবেন তিনি। প্রথমদিনের শো ছিল আমেরিকার বস্টনে। সেখানে ক্রিস প্রবেশ করতেই উপস্থিত দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান। খবর হিন্দুস্তান টাইমসের।

জানা গেছে, একাধিকবার ক্রিস রককে উঠে দাঁড়িয়ে এভাবে সম্মান জানানো হয়। এর কারণে ক্রিস কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। সেই সাথে এতো ভালোবাসা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন মঞ্চে। যদিও পর মুহূর্তেই নিজেকে সামলে নেন এই কৌতুকশিল্পী। এতো বড় কাণ্ডের পরও ঠাণ্ডা মাথায় অস্কার অনুষ্ঠানে সঞ্চালনা করে যাওয়ার জন্য বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

মঞ্চে উঠে উপস্থিত দর্শকদের তিনি বলেন, আপনারা যদি অস্কার মঞ্চের ওই ঘটনা সম্পর্কে শুনতে এখানে এসে থাকেন, তাহলে ভুল। আমি সে সম্পর্কে কিছুই বলবো না। ওই ঘটনার আগেই শোয়ের জন্য আমার স্ক্রিপ্ট লেখা হয়ে গিয়েছিল।

অবশ্য শোয়ের এক পর্যায়ে বিষয়টি নিয়ে কথা বলেন ক্রিস। উইলের নাম উল্লেখ না করেই তিনি বলেন, আমি এখনও ভেবে চলেছি, সে দিন ঠিক কী হয়েছিল? নিজের মনের মধ্যে এখনও সেই মুহূর্তটিকে নিয়ে চিন্তা করে চলেছি। তবে অদ্ভুত অনুভূতিগুলো ছাড়া জীবন কিন্তু সুন্দর!

উল্লেখ্য, স্থানীয় সময় রোববার (২৭ মার্চ) রাতে অস্কার পুরস্কারের মঞ্চে উইল স্মিথের স্ত্রী জেডাকে নিয়ে কৌতুক করছিলেন উপস্থাপক ক্রিস রক। জেডাকে জি-আই জেইন ছবির টাকমাথার চরিত্রের সাথে তুলনা করেন তিনি। এতে রেগে গিয়ে মঞ্চে উঠে যান উইল স্মিথ। সপাটে চড় বসিয়ে দেন ক্রিসের গালে।

এ ঘটনায় নিন্দা জানায় অস্কার আয়োজকদের প্রায় ১০ হাজার সদস্য। সম্মানজনক পুরস্কারের মঞ্চে অপ্রীতিকর আচরণের জন্য স্মিথের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানায় তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply