ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারালেন ৩ ফিলিস্তিনি

|

ছবি: সংগৃহীত।

ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন তিন ফিলিস্তিনি নাগরিক। বৃহস্পতিবার (৩১ মার্চ) পশ্চিম তীরে চালানো হয় এ অভিযান। খবর আল জাজিরার।

ফিলিস্তিন জানায়, জেনিনে নিহতদের একজনের বয়স ১৭, অপরজন ২৩ বছর বয়সী। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, জেনিন শহরের শরণার্থী শিবিরে সন্দেহভাজন সন্ত্রাসীরা আত্মগোপন করে আছে- এই তথ্য পেয়েই চালানো হয় অভিযান। এ সময়, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়- বিবৃতিতে জানানো হয় এমন তথ্যেও। যাতে, আহত হয় এক সেনা।

এছাড়া বেথেলহাম শহরের দক্ষিণে ছুরি দিয়ে চার ইসরায়েলিকে আহত করার দায়ে আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নিহত সেই ব্যক্তির নাম নিদাল জুমা জাফরা। ৩০ বছর বয়সী জাফরার বাড়ি হেবরনে।

গেলো এক সপ্তাহে তেল আবিব, জেরুজালেম এবং আশপাশের এলাকাগুলোয় চালানো বিচ্ছিন্ন হামলায় প্রাণ গেছে ১১ ইহুদির। যাদের মধ্যে রয়েছে দুই পুলিশ সদস্যেও। কয়েকটি হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন- আইএস।

আরও পড়ুন: আগ্রাসনের পূর্বাভাস দিতে না পারায় চাকরি হারালেন ফরাসি গোয়েন্দা প্রধান

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply