রাজশাহী ব্যুরো:
হটলাইন নম্বর ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে দুই ট্রাক ডাকাতকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ। সঙ্গে উদ্ধার করা হয়েছে গমের ভুসিভরা একটি ট্রাক। বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশ, আরএমপি জানায়, বুধবার রাতে হটলাইন ট্রিপল নাইনের একটি ফোনকল থেকে রাজশাহী বিমানবন্দর থানার ওসি জানতে পারেন যে, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কুসুমনগর এলাকা থেকে গমের ভুসিভরা একটি ট্রাক রাস্তা থেকে ডাকাতি করে রাজশাহীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাজশাহী বায়ার মোড়ে তল্লাশি করে সেই ট্রাকসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাট জেরার পাঁচবিবি থানার আটাপুর (উচাই) গ্রামের মো. সুলতান মিয়া (২৯) ও পাবনা জেলার ঈশ্বরদী থানার চর রূপপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. লিটন হোসেন (৩৯)।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এই ডাকাতদলে আরও কয়েকজন সদস্য আছে বলে জানিয়েছে। ডাকাতদের পুরো দলটিকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
/এডব্লিউ
Leave a reply