রমজান উপলক্ষে মাত্র ২ টাকা লাভে পণ্য বিক্রি করছেন ফেনীর রবিউল

|

রমজানে ২ টাকা লাভে পণ্য বিক্রি করবেন ফেনীর রবিউল

স্টাফ করেসপনডেন্ট:

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিটি ভোগ্যপণ্য মাত্র ২ টাকা লাভে বিক্রি করছেন ফেনীর এক ব্যবসায়ী। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্রেতারা ভিড় করছেন তার দোকানে।

জানা গেছে, ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার ভূঞা বাড়ি সংলগ্ন রাফসান ডিপার্টমেন্টাল স্টোরে চলছে এই বেচাবিক্রি। সোমবার (২৮ মার্চ) থেকে শুরু হয়েছে এমন উদ্যোগ। দোকানের স্বত্বাধিকারী রবিউল ইসলাম জানিয়েছেন, পুরো রমজান মাসজুড়ে থাকবে মাত্র ২ টাকা লাভে ভোগ্য পণ্য বিক্রি।

রবিউলের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় রবিউলের দোকানে গিয়ে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়।

রবিউল ইসলাম জানান, রমজান সংযমের মাস। আমি সারা বছরই লাভ করি এবার না হয় কম করবো, এতে করে যারা রমজান মাসে রোজা রাখবে তারা উপকৃত হবে, আমি নিজেকে ধন্য মনে করছি। তবে আমার ক্ষতি হবে না; যেভাবে বিক্রি হচ্ছে আমার অতিমাত্রায় বেচাকেনা হওয়ার কারণে পুষিয়ে আসবে। রূপচাঁদা তেল আমার কেনা মূল্য ৫৬ টাকা বিক্রয় করছি ৫৮ টাকা অন্যরা বিক্রি করছে ৬৪ টাকা। পুষ্টি সয়াবিন তেল কেনা মূল্য ৫৩ টাকা বিক্রি করছি ৫৫ টাকা অন্যরা বিক্রি করছে ৬৩ টাকা। চিনি ক্রয় মূল্য ৭৫ টাকা বিক্রি করছি ৭৭ টাকা অন্যরা বিক্রি করছে ৮০ টাকা। লবণ ক্রয় মূল্য ২৮ টাকা বিক্রি করছি ৩০ টাকা অন্যরা বিক্রি করছে ৩৫ টাকা। ডিম প্রতি ডজন ক্রয় মূল্য ৯৫ টাকা বিক্রি করছি ৯৭ অন্যরা বিক্রি করছে ১০৫ টাকা। নুডুলস ক্রয় মূল্য ১২১ টাকা বিক্রি করছি ১২৩ টাকা অন্যরা বিক্রি করছে ১৪০ টাকা। দুধ (মার্কস) ক্রয় মূল্য ৩১৮ টাকা বিক্রি করছি ৩২০ টাকা, অন্যরা বিক্রি করছে ৩৬০ থেকে ৩৪০ টাকা পর্যন্ত। মিনিকেট চাল ক্রয় মূল্য ৬৫ টাকা বিক্রি করছি ৬৭ টাকা অন্যরা বিক্রি করছে ৭০ টাকা। পেঁয়াজ ক্রয় মূল্য ৩০ টাকা বিক্রি করছি ৩২ টাকা অন্যরা বিক্রি করছে ৩৫ টাকা। আলু কেনা ১৪ টাকা বিক্রি ১৬ টাকা, অন্যরা বিক্রি করছে ২০ টাকা। হরলিক্স ১হাজার কিলোগ্রামের ক্রয় মূল্য ৬১৫ টাকা বিক্রি করছি ৬১৭ টাকা আর অন্যরা বিক্রি করছে ৬৪৫ টাকা। এরকম সকল পণ্য ২ টাকা লাভে বিক্রি করছি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাছির উদ্দিন জানান, জীবনে এই প্রথম দেখেছি মাহে রমজান উপলক্ষে সুন্দর সিস্টেম চালু করা। অনেকে রমজান মাস আসলে কিভাবে মানুষের গলা কাটবে সে চিন্তায় থাকে। ব্যবসায়ী রবিউল ইসলামের এমন কর্মকাণ্ডে আমরা অনেক বেশি সন্তুষ্ট। তিনি যে সাহস দেখিয়েছেন অনেক বড় ব্যবসায়ীরা সে সাহস দেখাতে পারেননি।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply