শুক্রাবর (১ এপ্রিল) থেকে বিদেশি ক্রেতাদের জন্য রাশিয়ান গ্যাসের মূল্য অবশ্যই রাশিয়ান মুদ্রা রুবলে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। এ সংক্রান্ত একটি চুক্তিতেও স্বাক্ষর করেছেন তিনি। জানিয়েছেন, এই পদ্ধতিতে অর্থ প্রদান না করা হলে চুক্তি বন্ধ হয়ে যাবে। লাইভ প্রতিবেদনে বৃহস্পতিবার এমন খবর প্রকাশ করে আল জাজিরা।
টেলিভিশনে দেয়া বক্তব্যে পুতিন বলেন, রাশিয়ান প্রাকৃতিক গ্যাস কেনার জন্য ক্রেতাদের অবশ্যই রাশিয়ান ব্যাংকগুলিতে রুবল অ্যাকাউন্ট খুলতে হবে। আগামীকাল থেকে গ্যাস সরবরাহের জন্য এই অ্যাকাউন্টগুলো থেকেই অর্থের আদানপ্রদান করতে হবে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, যদি এই ধরনের লেনদেন ব্যবস্থা মানা না হয় তাহলে এটিকে আমরা একটি ব্যর্থতা হিসেবে দেখব। কেউ বিনামূল্যে কিছু বিক্রি করে না এবং আমরা দাতব্য কাজ করতে যাচ্ছি না। এর মানে হচ্ছে, বিদ্যমান চুক্তিগুলি বন্ধ করা হবে।
আরও পড়ুন: আগ্রাসনের পূর্বাভাস দিতে না পারায় চাকরি হারালেন ফরাসি গোয়েন্দা প্রধান
এর আগে গত ২৩ মার্চ পুতিন জানিয়েছিলেন, ইউরোপীয় দেশগুলো যদি রাশিয়া থেকে জ্বালানি কেনে তাহলে তাদের রাশিয়ান মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করতে হবে। পুতিনের সেই ঘোষণার পরপরই ডলারের বিপরীতে বেড়েছিল রুবলের দাম।
জেডআই/
Leave a reply