স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ছাদ ধসে মা ও নবজাতক আহত হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পায় মা তাসকিয়া ও নবজাতক। তাসকিয়া চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ গ্রামের রায়েস সরদারের স্ত্রী।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় শিশুদের কেএমসি কর্নারে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ প্রসব ব্যথা নিয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি হন তাসকিয়া। নবজাতক জন্ম নেওয়ার পর তাদেরকে শিশু ওয়ার্ডের কেএমসি কর্ণারে আলাদাভাবে রাখা হয়।
ঘটনার দিন সন্ধ্যায় ওয়ার্ডের এক পাশের ছাদ হঠাৎ ধসে পড়ে। এতে মা ও নবজাতক আহত হয়। এর মধ্যে মা তাসকিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন। তবে এ সময় কেএমসি কর্ণারে অন্য রোগী না থাকায় আর কেউ আহত হয়নি। তবে এখন মা ও নবজাতক শঙ্কামুক্ত রয়েছে বলে জানান কর্তব্যরত নার্সরা।
এদিকে হঠাৎ করে হাসপাতাল ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন রোগীর স্বজনরা।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান জানান, আহতদেরকে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করা হয়। ভয়ের কিছু নেই।
এসজেড/
Leave a reply