‘রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না; বরং পুনরায় সংগঠিত হচ্ছে’

|

ন্যাটোর মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গ

রুশ সেনারা ইউক্রেন ছাড়ছে না; বরং পুনরায় সংগঠিত হচ্ছে- বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ইঙ্গিত দেন, বসে নেই ইউক্রেনও। জানান, জর্জিয়া থেকে ভাড়াটে সৈন্য মোতায়েন করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে। শুধু তাই নয়, বাড়ানো হচ্ছে রসদ ও সামরিক সরঞ্জামের পরিমাণ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ মন্তব্য করেন ন্যাটোর মহাসচিব।

বিবৃতিতে জেনারেল স্টলটেনবার্গ বলেন, ইস্তাম্বুল শান্তি আলোচনায় রাশিয়া সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত শুনিয়েছে- সেটা বিশ্বাসযোগ্য নয়। কারণ, কিয়েভের আশপাশে সামরিক তৎপরতা কমানোর ঘোষণা দিলেও, মূলত ঘটছে সেনা পালাবদল। তার মতে, রুশ সামরিক অভিযানে কোনো পরিবর্তন আসেনি, উল্টো অন্যান্য শহরের ওপর বেড়েছে চাপ।

এদিকে অনেকটা একইরকমের ইঙ্গিত দিয়েছেরাশিয়াও। মস্কো জানিয়েছে, এই মুহূর্তে দোনবাস অঞ্চলকে মুক্ত করতেই মনোযোগ দিচ্ছে তারা।

ন্যাটো মহাসচিব আরও বলেন, সমঝোতা আলোচনার পরও রাশিয়ার তরফ থেকে যুদ্ধ বন্ধের কোনো ইতিবাচক সাড়া মেলেনি। উল্টো কিয়েভ থেকে সেনা পালাবদল ঘটাচ্ছে দেশটি। দোনবাস এলাকায় মোতায়েন করছে নতুন সেনাবহর। এমনকি, জর্জিয়া থেকেও ভাড়াটে সৈন্য এবং সামরিক সরঞ্জাম আনার তথ্য মিলেছে। এর ফলে, কিছুটা কষ্টকর হয়ে উঠেছে ইউক্রেন-রাশিয়ার চলমান সংঘাতের রাজনৈতিক সমাধান।

/এসএইচ






সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply