টেল এন্ডারদের গুটিয়ে দেয়ার ব্যাপারে পুরনো ব্যর্থতায় পুনরাবৃত্তি করলো বাংলাদেশ বোলিং অ্যাটাক। তিনশো রানের আশেপাশেই প্রোটিয়াদের প্রথম ইনিংস শেষ করে দেয়ার ইঙ্গিত থাকলেও দক্ষিণ আফ্রিকা পেরিয়ে গেছে সাড়ে তিনশো রান। ডারবানের কিংসমিডে প্রথম ইনিংসের গড় ২৯৯ এর চেয়েও তাই অর্ধশত রান বেশি জুড়তে পেরেছে টেম্বা বাভুমার দল।
অথচ দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেকের আগেই টাইগার বোলারদের তোপে অলআউটের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল প্রোটিয়ারা। খালেদ আহমেদের জোড়া উইকেটে ভালো সূচনা পায় বাংলাদেশ। এরপর টেম্বা বাভুমাকে সেঞ্চুরি বঞ্চিত করে খেলায় টাইগারদের ভালোভাবেই ম্যাচে ফিরিয়ে আনেন মেহেদী মিরাজ।
৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা দক্ষিন আফ্রিকা ৮ম উইকেট হারায় ২৯৮ রানে। এরপর লিজাড উইলিয়ামসকে সাথে নিয়ে সিমন হার্মার ৯ম উইকেট জুটিতে যোগ করেন মূল্যবান ৩৪ রান। হার্মার এখনও ব্যাট করছেন ৩২ রান নিয়ে। লিজাডকে আউট করে খালেদ আহমেদ শিকার করেন ৪র্থ উইকেট। ডুয়াইন অলিভিয়েরকে নিয়ে শেষ উইকেট জুটিতে এখন পর্যন্ত এসেছে ২৯ রান। প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৯ উইকেটে ৩৬১ রান।
আরও পড়ুন: ৭০০ রানের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড গড়া জয় পাকিস্তানের
এম ই/
Leave a reply