টেল এন্ডারদের দৃঢ়তায় সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৬৭ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। শেষ দুটি জুটিতে ৩৪ ও ৩৫ রান সংগ্রহ করে বাংলাদেশের বোলারদের হতাশা উপহার দিয়ে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে লড়াকু পুঁজি পায় প্রোটিয়ারা। আর প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপের লেজ মুড়িয়ে দিতে না পারায় ব্যর্থতায় আবারও পিছিয়ে গেল টাইগাররা।
টেল এন্ডারদের গুটিয়ে দেয়ার ব্যাপারে পুরনো ব্যর্থতায় পুনরাবৃত্তি করেছে বাংলাদেশ বোলিং অ্যাটাক। তিনশো রানের আশেপাশেই প্রোটিয়াদের প্রথম ইনিংস শেষ করে দেয়ার ইঙ্গিত থাকলেও ডারবানের কিংসমিডে প্রথম ইনিংসের গড় ২৯৯ এর চেয়েও অর্ধশত রান বেশি জুড়তে পেরেছে টেম্বা বাভুমার দল।
অথচ দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেকের আগেই টাইগার বোলারদের তোপে অলআউটের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল প্রোটিয়ারা। খালেদ আহমেদের জোড়া উইকেটে ভালো সূচনা পায় বাংলাদেশ। এরপর টেম্বা বাভুমাকে সেঞ্চুরি বঞ্চিত করে খেলায় টাইগারদের ভালোভাবেই ম্যাচে ফিরিয়ে আনেন মেহেদী মিরাজ।
৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিনের খেলা শুরু করা দক্ষিন আফ্রিকা ৮ম উইকেট হারায় ২৯৮ রানে। এরপর লিজাড উইলিয়ামসকে সাথে নিয়ে সিমন হার্মার ৯ম উইকেট জুটিতে যোগ করেন মূল্যবান ৩৪ রান। লিজাডকে আউট করে খালেদ আহমেদ শিকার করেন ৪র্থ উইকেট। ডুয়াইন অলিভিয়েরকে নিয়ে শেষ উইকেট জুটিতে ৩৫ রান যোগ করেন সিমন হার্মার। শেষ পর্যন্ত হার্মার অপরাজিত থাকেন ৩৮ রানে। বাংলাদেশের পক্ষে খালেদ ৪, মিরাজ ৩ ও এবাদত নেন ২ উইকেট।
আরও পড়ুন: বিশ্বকাপে ইতালি যেতে না পারায় কাঁদতে চেয়েছিলাম: ফিফা সভাপতি
এম ই/
Leave a reply