ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্য ভেস লা দ্রায়ান বলেছেন, ইউক্রেনে যুদ্ধ জয়ের আশা ত্যাগ করতে হবে রাশিয়াকে। সেই সাথে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সাহায্যের পরিমাণও বাড়াতে হবে জানান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। খবর সিএনএনের।
এস্তোনিয়া সফরকালে জ্য ভেস লা দ্রায়ান আরও বলেছেন, আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট। ইউক্রেনের সকল এলাকায় অস্ত্রবিরতি কার্যকর করার আগ পর্যন্ত দেশটিতে সকল প্রকার সহায়তা পৌঁছানোর মাত্রা বৃদ্ধি করতে চাই আমরা। রুশদের জয়ের আশা ত্যাগ করতে হবে, কারণ আমরা যুদ্ধ বন্ধের চেষ্টা ছাড়ছি না। কৌশলগত প্রয়োজনীয় সকল পদক্ষেপই নেয়া হবে।
লা দ্রায়ান বলেন, সকল মহাদেশীয় মিত্রদের প্রতি সমর্থন জানাতে চায় ফ্রান্স। কারণ, শান্তি রক্ষার জন্য প্রয়োজনীয় সকল মূলনীতি ও আদর্শের পরিপন্থী ইউক্রেনে রুশ আগ্রাসন। তাই যুদ্ধবিরতি আমাদের সকলের জন্যই দরকার।
যুদ্ধের তীব্রতা কমানোর সকল অঙ্গীকারের প্রতি বিশ্বাস না রাখার জন্য সতর্কতা জানিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কেবল দেখবো কী বাস্তবায়ন করা হচ্ছে। ফাঁকা বুলির মাধ্যমে ভ্রম তৈরির সুযোগ দেয়া যাবে না।
আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া: আরেক দফা শান্তি আলোচনা আজ
এম ই/
Leave a reply