জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে এক এসএসসি পরীক্ষার্থী ও ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জামালপুর সদর ও দেওয়ানগঞ্জে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে শহরের বজ্রাপুর পালপাড়া এলাকার আপন চন্দ্র দে নামে এক এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের সাথে বাড়ি থেকে অদূরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয় আপন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেলে আপনের মৃতদেহ উদ্ধার করে।
এদিকে জামালপুরের দেওয়ানগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মাদারেরচর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকদিন আগে মাদারেরচর মাস্টারবাড়ী গ্রামের হাসমত আলী ঘরের ভিটি উঁচু করার জন্য বাড়ির পাশে গর্ত করে মাটি উত্তোলন করেন। গত বৃহস্পতিবার বৃষ্টি হলে সেই গর্তে পানি জমে ডোবায় পরিণত হয়। শুক্রবার সকালে সুরুজ্জামানের ৩ বছর বয়সী মেয়ে আয়াত ও একই গ্রামের মোতালেব মিয়ার একই বয়সী মেয়ে সিনহা বাড়ির খেলতে গিয়ে সেই পানিতে পড়ে যায়। পরে দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।
ইউএইচ/
Leave a reply