ভারতের রাজধানী দিল্লিতে দেখা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। বৈঠকের পর ল্যাভরভ ইউক্রেনের সংঘাতকে ‘একতরফাভাবে’ বিচার না করার জন্য ভারতের প্রশংসা করেন। শুক্রবার (১ এপ্রিল) লাইভ প্রতিবেদনে এমন তথ্য জানায় ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।
ইউক্রেনে চলমান সংঘাতের বিষয়ে ভারত রাশিয়ার নিন্দা করেনি। জাতিসংঘে আনা নিন্দা প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল দেশটি। এছাড়া রাশিয়ান অস্ত্রের প্রধান ক্রেতাও ভারত।
বৈঠক শেষে ল্যাভরভ আরও বলেন, আপনারা এটাকে যুদ্ধ বলছেন, কিন্তু তা সত্যি নয়। এটি রাশিয়ার বিশেষ অভিযান। বেসামরিক মানুষ বা স্থাপনা আমাদের টার্গেট নয়, আমাদের একমাত্র লক্ষ্য ইউক্রেনের সামরিক স্থাপনা। কারণ, ন্যাটো এবং আমেরিকার উস্কানিতে মস্কোর জন্য হুমকি হয়ে উঠছিলো কিয়েভ।
তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ‘সহিংসতা’ বন্ধ এবং শত্রুতা শেষ করার গুরুত্বের উপর জোর দিয়েছেন।
বৈঠকে ভারত চীনের বিরুদ্ধে রাশিয়ার সমর্থন খুজতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। যেখানে ২০২০ সালে মারাত্মক সীমান্ত সংঘর্ষে জড়ায় ভারত ও চীন। তবে বিষয়টি ‘জটিল’ হিসেবেই বর্ণনা করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। কারণ, চীনও ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করা বন্ধ করে দিয়েছে।
আরও পড়ুন: কিয়েভে চলছে ‘বড়’ ধরনের সংঘাত, শহরে ফিরবেন না: মেয়র
জেডআই/
Leave a reply