পুতিনকে ফোন করে যা বললেন এরদোগান

|

ছবি: সংগৃহীত।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কল করে বিবেচনার সাথে কাজ করার ও ইউক্রেনের সাথে সংলাপ বজায় রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শুক্রবার (১ এপ্রিল) এমন তথ্য জানায় এরদোগানের অফিস। খবর আল জাজিরার।

তুরস্কের রাষ্ট্রপতির কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের সাথে ফোনকলে এই সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সেটিও ব্যাখা করেন এরদোগান।

এরদোগান বলেছেন, ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা শান্তি ফেরানোর আশা জাগিয়েছে। এছাড়া এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একত্র করে শান্তি প্রচেষ্টা চালাতে চেয়েছেন বলেও এরদোগানের অফিস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়।

অবশ্য পুতিন ও জেলেনস্কিকে একসাথে বসার অনুরোধ যে তিনি ফোনকলে করবেন তা আগেই জানিয়েছিলেন এরদোগান। বলেছিলেন,  ক্রিমিয়া এবং ডনবাস প্রদেশ নিয়ে যে সমস্যা আছে সেটি সমাধানে পুতিন ও জেলেনস্কিকে এগিয়ে আসতে হবে।

আরও বলুন: ইউক্রেনের বিষয়ে ভারতের অবস্থানের প্রশংসা করলো রাশিয়া

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply