সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় আবারও প্রাণ গেলো এক নারীর। এ ঘটনায় নিহতের স্বজনদের ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। মরদেহের ময়নাতদন্ত ছাড়াই রাতে তড়িঘড়ি করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ধামাচাপা দেয়া চেষ্টার পেছনে স্থানীয় কাউন্সিলর ও খিলগাঁও থানা পুলিশেরও দায় আছে। এ ঘটনায় হয়নি কোনো মামলাও।
রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকা দিয়ে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে স্ত্রী নাসরিনকে নিয়ে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন শিপন। পাশ দিয়ে যাওয়া দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই নাসরিন খানম মারা যান। আহত হন শিপন। তাদের নেয়া হয় খিদমাহ হাসপাতালে। ময়নাতদন্ত ছাড়াই এগারোটার দিকে তড়িঘড়ি করে মরদেহ পাঠিয়ে দেয়া হয় নিহতের বাড়িতে।
ঘাতক ট্রাক ও চালককে আটকের কথা বললেও খিলগাঁও থানায় সেসব দেখা যায়নি। ভয়ভীতি দেখিয়ে ময়নাতদন্ত ও মামলা করতে না দেয়ার অভিযোগ অস্বীকার করেন খিলগাঁও থানার ডিউটি অফিসার সোনিয়া পারভিন।
অভিযোগ আছে দক্ষিণ সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসপাতালে গিয়ে বিষয়টি মধ্যস্থতা করেন।
/এডব্লিউ
Leave a reply