গরু নিয়ে মহা বিপাকে মাগুরা পৌরবাসী। দিনে-রাতে রাস্তাঘাটে অবাধ বিচরণের ফলে হরহামেশাই নানা ঝক্কি ঝামেলায় পড়তে হচ্ছে শহরবাসীকে। ঘটছে দুর্ঘটনাও। গরুর মালিকদের বার বার বলেও এর কোনো সুরাহা করতে পারেননি স্থানীয় জনপ্রতিনিধি।
ব্যস্ততম সড়কগুলোও পুরোটাই গরুর দখলে। মাগুরার পথেঘাটে দিন নেই রাত নেই, সবসময় পথ চলতে হয় গরু দেখে। প্রায়ই চলে আসছে যানবাহনের সামনে। কখনও কখনও গাড়ি নিয়ন্ত্রণে আনা গেলেও বেশিরভাগ সময়ই ঘটে দুর্ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় গরুর হামলায় আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
বাসিন্দাদের মতে, কয়েক বছর ধরে গরুর এমন অবাধ বিচরণ রীতিমত অত্যাচারের পর্যায়ে চলে গেছে। কয়েকদিন আগে জেলা প্রশাসকের সামনেও চলে আসে গরু। থমকে যায় তার গাড়ি। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানালেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন তিনি।
মাগুরা পৌরসভা মেয়র খুরশিদ হায়দার টুটুল বলছেন, গরুর মালিক মূলত স্বল্প আয়ের লোকজন। তাই খুব শক্ত অবস্থানে তারা যেতে পারছেন না।
স্থানীয়দের হিসেবে শহরের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো গরুর সংখ্যা অন্তত দুই শতাধিক।
/এডব্লিউ
Leave a reply