ঠাকুরগাঁওয়ে ভূমি জরিপ ও নকশার কাজে অনিয়মের অভিযোগ, নেয়া হচ্ছে টাকাও

|

ঠাকুরগাঁওয়ে ভূমি জরিপ ও নকশার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সদর উপজেলার জগন্নাথপুর মৌজায় জমি রেকর্ড করে দেয়ার বিনিময়ে শতক প্রতি এক থেকে পাঁচ হাজার টাকা দিতে হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।, এই অভিযোগে সম্প্রতি দালালের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী। মাঠকর্মী-আমিনরা ঘুষের অভিযোগ অস্বীকার করেছেন। তবে বলছেন, কেউ যদি খুশি হয়ে কিছু দিতে চায়, তা নিলে অপরাধ নেই।

অভিযোগ এসেছে, প্রতি আমিন গ্রুপেরই রয়েছে নির্দিষ্ট দালাল। তার মাধ্যমে টাকা যায় আমিনদের হাতে। অনিয়মের কথা অস্বীকার করেন অভিযুক্তরা। বলেন, কেউ খুশি হয়ে টাকা দিলে তাতে দোষ নেই।

অভিযোগের বিষয়ে জানেন উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তাও। ঠাকুরগাঁও সদর ইউএনও আবু তাহের মো. শামসুজ্জামান জানান, উপযুক্ত প্রমাণ মিললে সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, এ বছরের মার্চে জগন্নাথপুর মৌজায় ৯৩৭ একর জমি জরিপের কাজ শুরু হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply