আম্পায়ারিং বিতর্ক এড়াতে এখনই সময় ঢাকা প্রিমিয়ার লিগে থার্ড আম্পায়ার বা ডিআরএস সিস্টেম চালু করার, মনে করেন প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সম্প্রতি ব্রাদার্সের বিপক্ষে পক্ষপাতের শিকার সালাউদ্দিন অবশ্য বলছেন আগের চেয়ে উন্নতি হয়েছে, প্রিমিয়ার লিগের আম্পায়ারিংয়ের মান।
আম্পায়ারিং বিতর্ক যেন পিছু ছাড়ছে না ঢাকা প্রিমিয়ার লিগের। আবাহনী ম্যাচের পর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ক্যাচের সিদ্ধান্ত নিয়ে বাঁধে বাগড়া। সীমানার বাইরে থেকে নেয়া ক্যাচের সিদ্ধান্তে অনড় থাকেন আম্পায়ার। তবে সেই ম্যাচে ১ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।
বিষয়টি কিভাবে দেখছেন ব্যাংকের কোচ সালাউদ্দিন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ছেলেটার সাথে আমার কথা হয়েছে, কিন্তু যেহেতু সে বুঝতে পারেনি সেহেতু এখন আমি তাকে দোষ দিতে পারবো না। এখন যেটা হয়ে গেছে সেটা যেন পরবর্তীতে আর না হয় সেটাই পরামর্শ দিবো আমি তাকে।
অবশ্য এখনই এমন অপ্রীতিকর ঘটনা এড়ানোর উপযুক্ত সময় বলে মনে করেন কোচ সালাউদ্দিন। ক্রিকেট বোর্ডের সক্ষমতার সাথে লিগের গুরুত্ব বিবেচনায় থার্ড আম্পায়ার আর রিভিউ সিস্টেম নিয়ে ভাবার সময় এখনই, মনে করেন সফলতম এ কোচ।
সক: মোহাম্মদ সালাউদ্দিন কোচ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ক্রিকেট অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের বোর্ডও অনেক রিচ, আমি মনে করি তারা এগুলো প্রোভাইড করতে পারেন। তাদের এটা করা উচিত বলে মনে করি আমি। কারণ, এটার দেশের একটা সর্বোচ্চ লিগ। কোনো ধরনের কন্ট্রোভার্সিতে যেন না পড়েন সেজন্য সবধরনের প্রিপারেশন থাকা উচিত। এতে আমাদের স্ট্যান্ডার্ডও ভাল হবে।
এদিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের আম্পায়ারিংয়ে সন্তুষ্ট প্রাইম ব্যাংক কোচ। বলেন, কোচ, প্লেয়ার-আম্পায়ার সবারই ইমপ্রুভমেন্টের সুযোগ ও জায়গা আছে। আমি মনে করি, অন্যবারের তুলনায় এবারের আম্পায়ারিংয়ের মান অনেক ভাল।
/এসএইচ
Leave a reply