শরীয়তপুর প্রতিনিধি:
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তিন দিন পর মামলা রেকর্ড করেছে পুলিশ। এই মামলায় কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী ও সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দারসহ অজ্ঞাত আরও ২০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) গভীর রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পালং মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন। তিনি আরও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুক্রবার রাত ১২টায় মামলাটি রেকর্ডভুক্ত হয়। মারপিট ও সরকারি কাজে বাধা দান সংক্রান্ত ৪৪৩, ৪৪৭ ও ৩৩২ ধারায় মামলাটি দায়ের করা হয়।
এজাহার থেকে জানা যায়, গত ৩০ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ৩০২ কক্ষে বাংলা বিভাগের চতুর্থ (সম্মান) বর্ষের শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষার দায়িত্ব পালনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপস্থিত হয়েছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে সাড়ে ৩টার দিকে কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী ও রাসেল জমাদ্দারসহ আরও ২০-২৫ জন ছাত্রলীগ নেতা পরীক্ষাকক্ষে বেআইনিভাবে প্রবেশ করে পরীক্ষা বাধাদানের চেষ্টা করে।
তখন বাংলা বিভাগের শিক্ষক বিএম সোহেল ওই কাজে প্রতিবাদ করলে আসামিরা তাকে কিল ঘুষি লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং হত্যার হুমকি দিয়ে ওই কক্ষ ত্যাগ করে।
এসজেড/
Leave a reply