স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চর চারতলা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চর চারতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আনু সরকার এর বাড়ি ও শেয়াল বাড়ির লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে দুই গ্রুপের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সময় অন্তত ৪ জন পুলিশ আহত হন। এ সময় সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় ১ সাংবাদিক আহত হয়েছেন।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষ চলাকালে হামলাকারীদের ঢিলের আঘাতে পুলিশ সদস্য ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
/এসএইচ
Leave a reply