রোজায় বাজার তদারকি করবে এফবিসিসিআই; বিশেষ অভিযান পরিচালনা করবে বিএসটিআই

|

রমজানে সরকারি সংস্থার পাশাপাশি বাজার তদারকিতে মাঠে নামবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। শনিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীতে ব্যবসায়ীদের নিয়ে এফবিসিসিআই আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

এ মতবিনিময় সভায় বাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অস্থিতিশীল বাজার পরিস্থিতির মাঝেও পণ্যের দাম স্থিতিশীল বলে দাবি করেন তারা। প্রত্যেকেরই দাবি, পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য মজুত। তাই দাম বৃদ্ধির শঙ্কা নেই। সরকারের নির্ধারিত দামের বাইরে যেন কেউ অতিরিক্ত মুনাফা করতে না পারে, সে বিষয়েও তদারকি বাড়ানোর দাবি তাদের।

এফবিসিসিআই সভাপতি মো. জমীম উদ্দিন বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ট্যাক্স কমিয়েছে। বাজারে এর ইতিবাচক প্রভাব পড়া উচিত।

এছাড়া, এদিন দুপুরে শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করবে বিএসটিআই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply