গ্যাস বিক্রিতে যুক্তরাজ্যকে রাশিয়ার ‘না’

|

রাশিয়া থেকে গ্যাস কিনতে পারবে যুক্তরাজ্য। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দেয়ায় এমন সিদ্ধান্ত। শনিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে তিনি এ কথা জানান। খবর আরটির।

যুক্তরাজ্যই একমাত্র দেশ, যারা রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। গ্যাজপ্রমের মাধ্যমে রাশিয়া প্রাকৃতিক গ্যাস বিক্রির অর্থ লেনদেন করে।

দিমিত্রি পেসকভ বলেন, রুশবিরোধী সবকিছুর নেতা হতে চায় লন্ডন। এক্ষেত্রে ওয়াশিংটনের চেয়েও এগিয়ে থাকতে চায়।

গত ৩১ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, বন্ধু নয় এমন দেশগুলো যদি রাশিয়ার গ্যাস কিনতে চায়, তাহলে অর্থ পরিশোধের জন্য তাদের গ্যাজপ্রম ব্যাংকে বিশেষ রুবল ও বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট খুলতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply