ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

|

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিনাই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর রেলব্রীজ এলাকায় কুমিল্লা-চাঁদপুর- ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সীনাই খাল অনেক সময় এলাকার মানুষের দুর্দশার কারণ হতো। কারণ বর্ষার সময় পানির ঢল নামতো এবং সব ধান নষ্ট হয়ে যেত। আবার অনেক সময় পানি না পাওয়ার কারণে চাষ করা যেত না। এই খালটা খননের পরে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। শুষ্ক মৌসুমে সৌরশক্তি চালিত এলএলপি’র মাধ্যমে এখানে সেচ ব্যবস্থা করা হয়েছে। এখানকার জমিতে আগে যেখানে এক ফসল হতো, এখন দুই ফসল হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে সিনাই খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার, প্রকল্প পরিচালক মিজানুর রহমান, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম ও উপজেলা বিএডিসি কর্মকর্তা মাহফুজুর রহমানসহ অনেকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply