হামলা কমায় কিয়েভে খুলেছে মদের দোকান

|

রুশ হামলার মাত্রা কমায় কিছুটা হলেও প্রাণ ফিরেছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে কিছু দোকানপাট। তুলে নেয়া হয়েছে অ্যালকোহল জাতীয় পানীয় বিক্রির নিষেধাজ্ঞা। এ সুযোগে পছন্দের পানীয় কিনতে সুপার শপে ভিড় করছে সাধারণ মানুষ।

কিয়েভের সুপারশপগুলোতে বেড়েছে মানুষের আনাগোনা। রুশ বাহিনীর হামলা কিছুটা কমে আসায় প্রয়োজনীয় পণ্যের সন্ধানে ছুটছেন বাসিন্দারা। লম্বা বিরতির পর দোকানে ফিরে অনেকেরই চাহিদার শীর্ষে নানা ধরনের অ্যালকোহল।

শীতপ্রধান ইউক্রেনে মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ অ্যালকোহল। কিন্তু রুশ অভিযান শুরুর পর এক মাসের বেশি সময় ধরে কিয়েভে নিষিদ্ধ ছিলো মদ বেচাকেনা। হামলার মাত্রা কমায় সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। সুপারশপে অ্যালকোহল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাভাবিক জীবনে ফেরার সূচনা মনে করছেন অনেকে।

তুরস্কে গত সপ্তাহের শান্তি আলোচনার পর কিয়েভ ও এর আশপাশের এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রুশ বাহিনী। দ্রুত সংঘাত বন্ধের মাধ্যমে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা ইউক্রেনের সাধারণ মানুষের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply