জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পেরু

|

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল লাতিন দেশ পেরু। জুনিন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের।

অঞ্চলটিতে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে অবরোধ ডাকে ভারী পরিবহন মালিকরা। পরে সারের দাম বাড়ার প্রতিবাদে আন্দোলনে যোগ দেয় কৃষকরা, সামিল হয় সাধারণ মানুষও। তেলের দাম কমানোর দাবিতে রাজপথে অবস্থান নেয় বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক।

গত সোমবার থেকেই বিভিন্ন সড়কে বন্ধ যান চলাচল। অবরোধ করে রাখা রাস্তা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় পুলিশের সাথে সংঘাত। মূলত জুনিনের রাজধানী হুয়ানকায়োতে হয় সংঘর্ষের সূত্রপাত। পরে ছড়িয়ে পড়ে অন্যান্য অঞ্চলেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply