যুক্তরাষ্ট্রের সমর্থনেই পাকিস্তানে ক্ষমতা পরিবর্তনের চেষ্টা চলছে। আবারও এ অভিযোগ করলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
পাক প্রধানমন্ত্রী বলেন, মার্কিন মদদেই তাকে অপসারণের ষড়যন্ত্র হচ্ছে। পাকিস্তানের পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি আজ। অনেক শরিক জোট থেকে বেরিয়ে যাওয়ায় এরই মধ্যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইমরান খানের সরকার। ভোটাভুটিকে সামনে রেখে সমর্থকদের রাজপথে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন ইমরান। তার ডাকে সাড়া দিয়ে রাতেই করাচির রাজপথে নেমে আসে তেহরিক-ই-ইনসাফের কয়েকশ নেতাকর্মী। ইমরানের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি বিরোধী দলগুলোর বিরুদ্ধে শ্লোগান দেন তারা। তীব্র নিন্দা জানায় জোট ছেড়ে যাওয়াদের প্রতি। আজকের ভোটকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানী ইসলামাবাদসহ সব বড় বড় শহরে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ইমরান খানের সাথে কোনো সাক্ষাৎ বা কথোপকথন হয়নি। আফগানিস্তানের তালেবানকে মদদ দেয় পাকিস্তান, বরাবরই এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। এদিকে ইমরান খান যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তে শামিল হওয়ার অভিযোগ করছেন, তার মাত্র কয়েক ঘণ্টা আগে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া দাবি করেন, ওয়াশিংটনের সাথে সম্পর্ক জোরদার করতে চায় পাকিস্তান।
তবে ইমরান খান বলেন, এট একটা বড় ষড়যন্ত্র। কেবল আমার বিরুদ্ধে নয়, খোদ পাকিস্তানের বিরুদ্ধে। ধীরেধীরে জনগণও বুঝতে শুরু করেছে কতবড় চক্রান্ত চলছে। গত ৩৫ বছর ধরে যারা দেশকে লুটপাট করছে, বিদেশি শক্তির সমর্থনে তারাই নীল নকশা করছে গত অক্টোবর থেকেই। স্পষ্টত আমেরিকার নামই নিতে চাই। তবে জানতে চাই আমার বিরুদ্ধে তাদের অভিযোগ কী? আমি তো কখনও মার্কিন বিরোধীও ছিলাম না।
/এডব্লিউ
Leave a reply