সরকারি ‍উদ্যোগে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্যোগ

|

রমজান মাসে সুলভ মূল্যে প্রাণীজ আমিষ নিশ্চিতের অংশ হিসেবে রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র চালু করেছে প্রাণিসম্পদ অধিদফতর।

পহেলা রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীর সাতটি পয়েন্টে বিক্র হবে গরু, খাসি, মুরগি, দুধ এবং ডিম। যেখানে গরু মাংস প্রতি কেজি ৫৫০ টাকা, খাসি ৮০০ টাকা, ব্রয়লার ২০০, দুধ ৬০ টাকা লিটার আর মুরগির ডিম ৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

প্রতিটি গাড়িতে প্রতিদিনের জন্য থাকছে ২২০ লিটার দুধ, ১০০ কেজি মাংস আর ১০০০ পিস ডিম। পরিস্থিতি বিবেচনায় সরবরাহ আরও বাড়ানো হবে বলে জানান অধিদফতরের কর্মকর্তারা। ভ্রাম্যমাণ বিপণন ব্যবস্থা রোজায় বাজার মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলেও আশা করছেন তারা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply