চিকুনগুনিয়া: ফোন করলেই বাড়িতে হাজির চিকিৎসক!

|

চিকুনগুনিয়া জ্বরে আক্রান্তদের বাড়িতে গিয়ে বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দিচ্ছেন চিকিৎসকরা। ০৯৬১১০০০৯৯৯ নম্বরে কল করলেই রোগীর কাছে চলে যাচ্ছেন ফিজিওথেরাপিস্ট। ব্যথা উপশমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই কার্যক্রমের প্রংশসা করেছেন ভুক্তভোগীরা।

সার্বক্ষণিক চিকুনগুনিয়ায় আক্রান্তদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে কল সেন্টার খুলেছে ডিএনসিসি। গত ২১ জুলাই থেকে এই সেবা চলছে। সম্প্রতি এতে যোগ হয়েছে নতুন সেবা।

রোগীর কল পেলেই বাসায় ছুটে যাচ্ছেন চিকিৎসক। দিচ্ছেন বিভিন্ন পরামর্শ। আক্রান্তদের শিখিয়ে দিচ্ছেন ফিজিওথেরাপির নানা কৌশল। তবে অপেক্ষাকৃত কম বয়সীদের হাসপাতালে গিয়ে সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চীফ ফিজিওথেরাপিস্ট ডা: ইয়াসমীন আরা ডলি বলেন, প্রতিদিন ৩০০ এর কাছাকাছি কল আসছে। আমরা চেষ্টা করছি সবার কাছে যেতে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে একজন টিম লিডারের অধীনে পাঁচজন করে ফিজিওথেরাপিস্ট কাজ করছেন বলে জানান ডা. ডলি।

এধরনের সেবা পেয়ে রোগীরাও খুশি। এই উদ্যোগ দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করছে বলে জানিয়েছেন তারা।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply