ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। এটি রেকর্ড ৭ম বিশ্বকাপ শিরোপা দলটির। অজিদের দেয়া ৩৫৭ রানের জবাবে ২৮৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
ক্রাইস্টচার্চ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার আলিশা হিলি ও র্যাচেল হেইন্স। তাদের ব্যাট থেকে আসে ১৬০ রানের পার্টনারশিপ। র্যাচেল ৬৮ রানে ফিরে গেলেও আলিশা খেলেন ১৭০ রানের একটি ঝলমলে ইনিংস। ১৩৮ বলে ২৬ চারের সাহায্যে এই ইনিংস খেলেন তিনি। এছাড়া বেথ মুনির ব্যাট থেকে আসে ৬২ রানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে শ্রাবশোল নেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। পরে তৃতীয় উইকেট জুটিতে হিথার নাইট ও ন্যাট স্কিভারের ৪৮ রানের জুটি সামাল দেয় প্রাথমিক ধাক্কা। একপ্রান্ত আগলে অনবদ্য শতক তুলে নেন স্কিভার। ১৪৮ রান করে অপরাজিত থাকেন স্কিভার। শেষ পর্যন্ত ২৮৫ রানে আটকে যায় ইংলিশদের ইনিংস। ৭১ রানের জয়ে সপ্তম বিশ্বকাপ শিরোপা জয় অজিদের।
এদিকে মেগ ল্যানিংয়ের নেতৃত্বে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ ও সেমিফাইনালে জিতে ফাইনালে ওঠে অজি নারীরা। অপরদিকে গ্রুপ পর্বে সাত ম্যাচে চারটি জয় ও তিনটি হার নিয়ে সেমিতে ওঠে ইংল্যান্ড। প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে ওঠে ইংলিশরা।
প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে অজিরা। আর আরেক সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানের বড় ব্যবধানে হারিয়ে অষ্টম বারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে পা রাখে ইংলিশ নারীরা।
আরও পড়ুন: আফগানদের নতুন ব্যাটিং কোচ ইউনুস খান
ইউএইচ/
Leave a reply