মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের পাশে থেকে কাজ করতে হবে। মেধা, জ্ঞান ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্ব দিতে হবে।
রোববার (৩ এপ্রিল) ১২১, ১২২ ও ১২৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় এ অনুষ্ঠান। তাতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইন ও প্রশাসন কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে সরকারের নেয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। কাজ করার ক্ষেত্রে দেশের মানুষের কথা মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে এলাকাভিত্তিক সম্পদ ও সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর তাগিদ দেন।
অনুষ্ঠোনে ১২১, ১২২ ও ১২৩তম আইন ও প্রশাসন কোর্সের শ্রেষ্ঠ স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোর্স সম্পন্নকারীদের সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
/এমএন
Leave a reply