দুর্দান্ত ক্যাচে বাভুমাকে ফেরালেন ইয়াসির রাব্বি

|

ইয়াসির রাব্বির দর্শনীয় ক্যাচ।

এবাদত হোসেনের বলে স্লিপে দুর্দান্ত ক্যাচে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে আউট করেন ইয়াসির আলী রাব্বি। এর মাধ্যমে দ্রুত বিরতিতে তৃতীয় উইকেটের দেখা পেল বাংলাদেশ। সেই সাথে, দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ নাগালের মধ্যে রাখার ইঙ্গিতও দিচ্ছে টাইগাররা।

অফ স্ট্যাম্প করিডোরে এবাদতের দারুণ এক ডেলিভারি ছুঁয়ে যায় বাভুমার ব্যাট। দুর্দান্ত রিফ্লেক্স অ্যাকশনের পরিচয় দিয়ে একমাত্র স্লিপে থাকা ইয়াসির আলী রাব্বি বাম দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে নেন দর্শনীয় ক্যাচ। ধারাভাষ্যকক্ষে নিল ম্যাকেঞ্জি ও ভারনন ফিল্যান্ডারের কপালে উঠে যাওয়া দৃষ্টিই বলে দেয়, চতুর্থ দিনে চা বিরতির অপেক্ষায় থাকা টেস্টে কী গতিসঞ্চার করলেন ইয়াসির রাব্বি! আর তাতেই বিদায় ঘণ্টা বেজে যায় বাভুমার, প্যাভিলিয়নে ফেরেন মাত্র ৪ রান করে। এর মাধ্যমে, ১০ রানের মধ্যে ডিন এলগার, কিগান পিটারসেন ও টেম্বা বাভুমার উইকেট দখল করে ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠার আভাসও দিয়ে রাখলো টাইগাররা।

তবে ডারবান টেস্টের চতুর্থ দিনে এখনও বড় লিডের পথেই রয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১৩২ রান। দক্ষিণ আফ্রিকার লিড এ মুহূর্তে ২০১ রান।

এর আগে, মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৯৮ রান। আর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছিল ৩৬৭ রানে।

আরও পড়ুন: বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply