রোজা শুরু হওয়ার সাথে সাথে শপিং মলগুলোতে বেড়ে গেছে ক্রেতাদের আনাগোনা। অনেকে ভিড় এড়াতে রমজানের শুরুতেই কেনাকাটার কাজটি এগিয়ে রাখতে চাইছেন। কেউ আবার পছন্দ করে রাখছেন জামাকাপড়, দেখছেন নতুন সব কালেকশন। প্রত্যেকটি দোকান সাজানো হয়েছে নিত্যনতুন ডিজাইন ও হাল ফ্যাশনের সাথে মানানসই কাপড়ের সমাহার নিয়ে।
বিক্রেতারা বলছেন, রমজানের আগমনে আগের চেয়ে অনেক বেড়ে গেছে ক্রেতা সমাগম। অনেকে আসছেন পুরো পরিবারের ঈদ কেনাকাটার কাজটি কিছুটা হলেও এগিয়ে রাখতে।
করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গেল দুই বছরের আতঙ্ক দূরে ঠেলে ঈদের কেনাকাটায় শপিং মলে যাচ্ছেন মানুষ। স্বাস্থ্যবিধি মেনে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন ক্রেতা সাধারণ।
বিক্রেতারা আশা করছেন, সামনের দিনগুলোয় বিক্রি ও ক্রেতা সমাগম বহুগুণে বাড়বে। গেলো দু’বছরের করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন তারা।
/এমএন
Leave a reply