তবে কি চ্যাম্পিয়নস লিগেও গোলখরায় পড়তে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো? লা লিগা ও কোপা দেল রে-তে মাঝেমধ্যে গোলের দেখা না পেলেও মর্যাদার লিগটিতে নিয়মিতই গোল করেই চলেছিলেন তিনি। আর তাতেই কিনা ছেদ পড়লো?
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল পাননি সিআর সেভেন। টানা ১২ ম্যাচ পর বৈধভাবে বল জালে জড়াতে ব্যর্থ হলেন তিনি। একবার অবশ্য বল জালে জড়িয়েছিলেন। তবে হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়ে যায়। একাধিক গোলের সুযোগ হেলায় নষ্ট করেছেন, যা তার সাথে বেমানান।
গেল মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমিফাইনালের দ্বিতীয় লেগ থেকে সব ম্যাচেই নিশানাভেদ করেন সিআর সেভেন। লা লিগায় শুরুতে গোলখরায় ভুগলেও এ লিগে স্বরূপেই ছিলেন তিনি। তা হলে কি চ্যাম্পিয়নস লিগেও গোলখরা শুরু হলো রোনালদোর?
রোনালদো গোল না পেলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি রিয়ালের। বুধবার বায়ার্নের মাঠে ২-১ গোলে জয় পেয়েছে লস ব্লাঙ্কোজরা। একটি করে গোল করেছেন মার্সেলো ও মার্কো অ্যাসেনসিও।
যমুনা অনলাইন: এটি
Leave a reply