ইউক্রেনে রুশ বাহিনীর গণহত্যায় ‘গভীর মর্মাহত’ জাতিসংঘ

|

ইউক্রেনের বুশা শহরে বেসামরিক গণহত্যায় ‘গভীরভাবে মর্মাহত’ জাতিসংঘ। রোববার (৩ এপ্রিল) স্বাধীন তদন্তের ঘোষণা দিলেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানান, রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চল থেকেই উদ্ধার হয়েছে ৪ শতাধিক বেসামরিক মানুষের মরদেহ। রুশ সেনারা সরে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির চিত্র। ম্যাক্সার টেকনোলজির স্যাটেলাইট ইমেজে মিলেছে গণকবরের সন্ধান। বুশা শহরের মূল গির্জার কাছেই ৪৫ ফুট লম্বা গর্ত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এটি খুঁড়লে মিলবে আরও দেহাবশেষ।

এ গণহত্যার জন্য রাশিয়াকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবশ্য বরাবরের মতোই এ অভিযোগের দায় অস্বীকার করেছে রাশিয়া।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply