ঢাকায় ৫৫০ টাকায় গরুর মাংস পাওয়া যাবে যেখানে

|

পবিত্র রমজানকে ক্রেন্দ্র করে সারা মাস জুড়ে রাজধানীবাসীর কাছে সাড়ে সাড়ে ৫শ টাকায় গরুর মাংস আর ৮শ টাকা দরে খাসির মাংস বিক্রির কর্মসূচি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদফতর। গত রোববার (৩ এপ্রিল) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৮ রমজান পর্যন্ত ও পাওয়া যাবে ঢাকার মোট ১০ টি জায়গায়।

খামারবাড়ি, মিরপুর ৬০ ফিট, আরামবাগ, নয়াবাজার, সচিবালয়, নতুন বাজার, মিরপুর কালশী, মোহাম্মদপুর, আজিমপুর এবং যাত্রাবাড়ি; মোট দশটি এলাকায় মাসব্যাপী চলবে এ কার্যক্রম। যেসব স্থানে কার্যক্রম চলছে সেখানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেক জায়গায় কার্যক্রম শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই র্নিধারিত পণ্য শেষ হয়ে যায়।

এ ছাড়া কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি গাড়িতে প্রতিদিন থাকবে ১০০০ পিস ডিম, দুইশ বাইশ লিটার দুধ আর ১০০ কেজি মাংস বিক্রির ব্যবস্থা। বাজার নিয়ন্ত্রণে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে ৫৫০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা আর ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি দরে। পাশাপাশি থাকবে ৬০ টাকা লিটার দুধ আর ৩০ টাকা হালিতে মুরগির ডিম।

বাজার মূল্য স্থিতিশীল রাখতে প্রাণিসম্পদ অধিদফতরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply